ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

পেনশনভাতা শতভাগ বৃদ্ধির দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
পেনশনভাতা শতভাগ বৃদ্ধির দাবি

ফরিদপুর: পেনশনভাতা শতভাগ বৃদ্ধির দাবি জানিয়েছেন ফরিদপুরের অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।  

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) এ দাবিতে অর্থমন্ত্রীর কাছে ডাকযোগে একটি স্মারকলিপি দেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বেতন বৈষম্য দূরীকরণ সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক।
 
জেলার ৬০ জন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারী স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, আমরা অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সামান্য পেনশন পাই। যা দিয়ে বর্তমান বাজারদর বৃদ্ধির কারণে কোনোভাবেই চলা সম্ভব নয়। বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রায় শতভাগ বাড়ানো হয়েছে। এছাড়া অন্যান্য ক্ষেত্রে পেনশনভাতা প্রায় শতভাগ বাড়ানো হয়েছে। এ অবস্থায় সরকারি পেনশনভোগীদের মাসিক পেনশন শতভাগ বাড়ানোর জন্য আবেদন জানাচ্ছি।

অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক ফরিদপুর শহরের লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা চৌধুরী সফিউল আলম বলেন, প্রতিবারই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রীর দাম বাড়ে। এবারও তার ব্যতিক্রম হয়নি। এ অবস্থায় আমাদের পেনশন না বাড়ানো হলে এ বৃদ্ধ বয়সে স্ত্রী ও পরিজন নিয়ে মানবেতর জীবন-যাপন করতে হবে।

ফরিদপুর মেডিকেল অ্যাসিসটেন্ট স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক স্টেশন রোড এলাকার আ. ছোবহান বলেন, পেনশন না বাড়ানো হলে আমাদের পক্ষে বেঁচে থাকা কঠিন হয়ে পড়বে। তাই আমাদের দাবি, আমাদের এ আবেদন যেন মানবিক দৃষ্টিতে দেখা হয়।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।