ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বাগমারায় বজ্রপাতে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
বাগমারায় বজ্রপাতে ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু

রাজশাহী: রাজশাহীর বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের দেউলা মধ্যপাড়া গ্রামে বজ্রপাতে বিরেন্দ্রনাথ সরকার (৪৮) নামে এক ইলেক্ট্রিশিয়ানের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে ওই গ্রামের এক বাড়িতে মিটার সংযোগ দেওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

 

বিরেন্দ্রনাথ স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসে দৈনিক মজুরিভিত্তিতে কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর বাগামারা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ফসিউল আলম জাহাঙ্গির জানান, বিকেলে বিরেন্দ্রনাথ পল্লী বিদ্যুতের এক কর্মচারীর সঙ্গে দেউলা মধ্যপাড়া গ্রামে জাহাঙ্গির হোসেনের বাড়িতে মিটার সংযোগ দেওয়ার জন্য যান।

বাড়িতে মিটার লাগাতে গিয়ে বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ দেওয়ার চেষ্টা করেন। এসময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসএস/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।