ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে কৃষকদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে বীজ বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
কুড়িগ্রামে কৃষকদের উদ্যোগে বন্যার্তদের মধ্যে বীজ বিতরণ

কুড়িগ্রাম: বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের পূণর্বাসনের জন্য বিনামূল্যে বিভিন্ন ফসলের বীজ বিতরণ করেছে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকার সারা বাংলা কৃষক জোট নামে একটি সংগঠন।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ কৃষককে সরিষা, মাস কালাই ও সবজি বীজ দেওয়া হয়।



বীজ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক শওকত আলী সরকার, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পনির উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. কামরুজ্জামান, যাত্রাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল গফুর, সারা বাংলা কৃষক জোটের সভাপতি আব্দুল জব্বার প্রমুখ।

সারা বাংলা কৃষক জোটের সদস্যরা জানান, এবারের বন্যার পানিতে নষ্ট হয়েছে জেলায় রোপণ করা প্রায় অর্ধেক আমন। পতিত রয়েছে হাজার হাজার একর জমি। তাই তারা চাঁদা তুলে ক্ষতিগ্রস্ত কৃষকদের আগাম রবিশষ্য চাষের জন্য বীজ দিয়েছেন। এতে সাতটি চরের ২০০ কৃষক উপকৃত হবেন।

বাংলাদেশ সময়: ১০২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।