ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মগবাজারের শীর্ষ সন্ত্রাসী রানা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
মগবাজারের শীর্ষ সন্ত্রাসী রানা গ্রেফতার ছবি : প্রতীকী

ঢাকা: রাজধানীর মগবাজার এলাকার শীর্ষ সন্ত্রাসী তানভীর ওরফে জাপানি তানভীর রানাকে গ্রেফতার করেছে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ।

মঙ্গলবার(২২ সেপ্টেম্বর) বিকেলে মগবাজার থেকে তাকে গ্রেফতার করা হলেও রাত সাড়ে ১০টার দিকে বাংলানিউজকে বিষয়টি জানিয়েছে পুলিশ।



তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মিজানুর রহমান জানান, একটি ছিনতাই মামলায় সন্ত্রাসী রানাকে গ্রেফতার করা হয়েছে। রাতে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।

রমনা থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বাংলানিউজকে জানান, সন্ত্রাসী জাপানি রানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মাহবুবুর রহমান হত্যাকাণ্ডের অন্যতম আসামি। এ মামলায় তিনি জামিনে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এনএ/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।