ঢাকা: হজে যাওয়ার পুরোপুরি প্রস্তুতি শেষ হয়েছিল আবু সিদ্দিকের(৬৫)। কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হঠাৎ অসু্স্থ হয়ে পড়ায় সোমবার হজে যেতে পারেননি তিনি।
সেসময় বৃদ্ধা আবু সিদ্দিক হাত তুলে দোয়া করেছিলেন মহান আল্লাহ যেনো তাকে হজের ছোয়াব দেন। হয়তো শেষ পর্যন্ত তার দোয়া কবুল করে মহান আল্লাহ তাকে একদিনের মাথায় সু্স্থ কর দিলেন। অবশেষে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে বিমানে সৌদি আরবে হজের উদ্দেশে পাড়ি জমালেন আবু সিদ্দিক।
বিমানবব্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আলমগীর হোসেন শিমুল বাংলানিউজকে জানান, হজযাত্রী আবু সিদ্দিক অসুস্থ হওয়ার পর তার এক স্বজন নরসিংদীর গ্রামের বাড়িতে নিয়ে রওয়ানা দেন। পরে সিদ্ধান্ত পাল্টে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
একদিনের চিকিৎসায় তিনি সু্স্থ হয়ে দুপুরের আগ মুহূর্তে চলে আসেন শাহজালাল বিমানবন্দরে।
আলমগীর হোসেন শিমুল আরও জানান, বিকেল সাড়ে ৩টায় বিজি-০৪০ ফ্লাইটে করে হজ পালনের উদ্দেশে শাহজালাল বিমানবন্দর ত্যাগ করেন আবু সিদ্দিক।
এর আগে, সোমবার (২১ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টায়। ফ্লাইট নম্বর- বিজি ১০৩৯ এ করে উড়াল দেওয়ার কথা ছিলো তার। কিন্তু উড়ালের আগেই রাত ২টার দিকে হঠাৎ জ্ঞান হারিয়ে অসুস্থ হয়ে পড়েন তিনি।
বাংলাদেশ সময়: ০২৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এনএইচএফ/পিসি
** অনেক চেষ্টা করেও তাকে হজে পাঠানো গেল না!