ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
বরিশালে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বরিশাল: বরিশালের কেন্দ্রীয় হোমায়েত উদ্দিন ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে হেমায়েত উদ্দিন ময়দানে এ জামাত অনুষ্ঠিত হয়।

এছাড়া শহরের বিভিন্ন স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

নামাজ শেষে দেশের সর্বস্তরের মানুষের শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

প্রধান জামাতে বরিশাল-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বরিশাল সিটি করপোরেশনের মেয়র আহসান হাবিব কামাল, বিভাগীয় কমিশনার মো. গাউস, জেলা প্রশাসক ড. গাজী মো. সাইফুজ্জমানসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ সরকারি কর্মকর্তারা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

এদিকে, সকাল ৯টায় বরিশালের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে চরমোনাই ঈদগাহ ময়দানে।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।