ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

১১ গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
১১ গরু ব্যবসায়ীকে পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনতাই ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নাটোর: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় ১১ গরু ব্যবসায়ীকে বেধড়ক পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ ঘটনা ঘটে।



আহত ব্যবসায়ীদের নাম-পরিচয় পাওয়া যায়নি। তাদের নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন আহত গরু ব্যবসায়ীরা বাংলানিউজকে জানান, রাতে ঢাকার গাবতলী টার্মিনাল থেকে মেহেরপুর যাওয়ার জন্য তারা ১৫ গরু ব্যবসায়ী একটি ট্রাকে ওঠেন। পথে বড়াইগ্রাম এলাকায় ট্রাকে যাত্রীবেশে থাকা ৮/১০ ডাকাত ট্রাকের চালক ও হেলপারের সহায়তায় তাদের অস্ত্রের মুখে জিম্মি করেন।

পরে তাদের বেদম মারধর করে গরু বিক্রির প্রায় ৩০ লাখ টাকা ছিনিয়ে নিয়ে নাটোর সদরের চাঁনপুর এলাকায় নামিয়ে দেয়।

পরে খবর পেয়ে নাটোর ফায়ার স্টেশনের কর্মীরা আহত ব্যবসায়ীদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেন।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক আবুল কালাম আজাদ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।