ফরিদপুর: ফরিদপুরে ঈদ-উল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের চানমারী ঈদগাহ ময়দানে।
ঈদের দিন শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল আটটায় এ জামাত অনুষ্ঠিত হয়।
জামাতে মিনায় নিহত হাজীদের আত্মার মাগফেরাত এবং সুখী, সমৃদ্ধ, শান্তিময় বাংলাদেশ, মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি সর্বোপরি বিশ্ব মানবতার কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জামাতে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, ফরিদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেসাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথুসহ শহরের বিভিন্ন শ্রেণী-পেশার কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এএসআর