ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম
ফরিদপুর: ফরিদপুরে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে শহরের চানমারীতে অবস্থিত ঈদগাহ ময়দানে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকাল ৮টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
এতে ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী, ফরিদপুর সদর উপজেলার চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা খন্দকার মোহতেসাম হোসেন বাবর, ফরিদপুর পৌরসভার চেয়ারম্যান শেখ মাহাতাব আলী মেথুসহ শহরের বিভিন্ন শ্রেণি-পেশার কয়েক হাজার মানুষ নামাজ আদায় করেন।
নামাজ শেষে মিনায় নিহত হাজিদের আত্মার মাগফেরাত এবং মুসলিম উম্মাহর সুখী, সমৃদ্ধ ও শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এমএ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।