ঢাকা: পবিত্র হজ পালনের সময় সৌদি আরবের মিনায় পদদলিত হয়ে নিহত হয়েছেন সাত শতাধিক হাজি। এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজন বাংলাদেশি নিহত এবং ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এখনও যদি সেখানে কারও স্বজন নিখোঁজ থাকেন, সে তথ্য জানান বাংলানিউজকে। হজ এজেন্সিগুলোও জানাতে পারেন হাজিদের খবর।
এ খবর বাংলানিউজ দ্রুত পৌঁছে দেবে সবার কাছে। ঈদের ছুটিতেও পাঠকদের কাছে সর্বশেষ তথ্য তুলে ধরছে ২৪ ঘণ্টার ওয়েব পোর্টাল বাংলানিউজের কর্মীরা।
বাংলানিউজের নিউজরুমের +৮৮০১৭২৯০৭৬৯৯৯ ও +৮৮০১৭২৯০৭৬৯৯৬ নম্বরে ফোন করে জানাতে পারেন যে কোনো তথ্য।
সৌদিতে অবস্থানরত হাজি এবং তাদের স্বজনরাও তথ্য জানাতে পারেন বাংলানিউজের সৌদি আরব করেসপন্ডেন্ট মোহাম্মদ আল আমীনের কাছে।
তার মোবাইল নম্বর +৯৬৬৫৫১৩৪০০৭৫। প্রয়োজনে [email protected] ঠিকানায় তাকে ই-মেইলও করতে পারেন।
![](files/September2015/September25/sp_1_506282734.jpg)
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও বাংলাদেশিদের ব্যাপারে তথ্য জানতে এবং জানাতে হটলাইন খোলা হয়েছে। সৌদি আরবের হটলাইন দু’টির নম্বর হচ্ছে +৯৬৬৫৩৭৩৭৫৮৯৮ ও +৯৬৬৫০৯৩৬০০৮২।
পররাষ্ট্র মন্ত্রণালয় হাজিদের স্বজন ও হজ এজেন্সিগুলোকে তথ্য দিয়ে সহায়তা করতে অনুরোধ জানিয়েছে। সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা নিহত ও আহতদের খবর নিচ্ছেন বলেও জানানো হয়।
সৌদি আরবের মিনায় ‘শয়তান স্তম্ভে’ পাথর ছোড়ার সময় পদদলিত হয়ে নিহত হাজির সংখ্যা ৭১৯ জনে পৌছেছে। আহত হয়েছেন ৮৬৩ জন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
জেপি/জেডএম