ঢাকা, বুধবার, ২৯ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে নদীর ৬০ কিলোমিটারে মাছ শিকারে নিষেধাজ্ঞা

ডিস্ট্রিক্ট করোসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
চাঁদপুরে নদীর ৬০ কিলোমিটারে মাছ শিকারে নিষেধাজ্ঞা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: মা ইলিশের অবাধ বিচরণের জন্য চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর মতলব উত্তর ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৬০ কিলোমিটার এলাকায় সব ধরনের মাছ নিধনে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) থেকে ৯ অক্টোবর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

এ সময় মা ইলিশ নিধন, বিক্রয়, পরিবহন ও মওজুদ সম্পূর্ণ নিষেধ থাকবে। আর এ কর্মসূচি বাস্তবায়ন করার জন্য চাঁদপুর জেলা প্রশাসন কঠোর প্রস্তুতি নিয়েছেন।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, এ বছর মা ইলিশ রক্ষায় পূর্ব থেকেই জেলে পাড়াগুলোতে সচেতনতামূলক সভা করা হয়েছে। শুক্রবার থেকে মতলব উত্তরের ষাটনল, চাঁদপুর মেঘনা মোহনায় এবং হাইমচর এলাকায় জেলা টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হবে। বর্তমানে চাঁদপুর কোস্টগার্ডের নেতৃত্বে মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের একটি টিম টহলরত রয়েছে।

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মণ্ডল বাংলানিউজকে জানান, গত ২ মাস আগে থেকে মা ইলিশ রক্ষার্থে জেলে, জেলে সংগঠন, স্থানীয় চেয়ারম্যান এবং রাজনৈতিক নেতাদের সঙ্গে সভা ও আলোচনা হয়েছে। জেলেরা নিয়ম না মানলে কমপক্ষে ১ বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হবে। জাতীয় সম্পদ রক্ষায় আমরা কাউকে ছাড় দিব না।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
পিসি/ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।