ঢাকা: ঈদ শেষে আবারো শুরু হচ্ছে মানুষের কর্মব্যস্ততা। গ্রাম থেকে শহরে ফেরার সময় চলে এসেছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) থেকে পাওয়া যাবে এ টিকিট।
রেলওয়ের রাজশাহী, খুলনা, রংপুর, দিনাজপুর ও লালমনিরহাট স্টেশন থেকে বিশেষ ব্যবস্থাপনায় অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে।
প্রতিদিন সকাল ৯টা থেকে টিকিট বিক্রি শুরু হবে। একজন যাত্রীকে সর্বাধিক ৪টি টিকিট দেওয়া হবে এবং বিক্রির পর ফেরত হবে না।
বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা স্টেশনে টিকিট বিক্রি কার্যক্রম তদারকি করবেন।
বাংলাদেশ সময়: ০৮১২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
আইএ