ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

শাহবাগ এলাকা থেকে নারীসহ তিন মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
শাহবাগ এলাকা থেকে নারীসহ তিন মরদেহ উদ্ধার

ঢাকা: রাজধানীর শাহবাগ থানা এলাকার পৃথক স্থান থেকে এক নারীসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ও শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মরদেহগুলো উদ্ধার কর‍া হয়।



ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গেট ও কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে শুক্রবার দিবাগত রাতে অজ্ঞাতনামা দু’জনের ও সেগুনবাগিচা থেকে শনিবার ভোরে হেনা (৪০) নামে এক পথচারীর মরদেহ উদ্ধার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পথচারীদের বরাত দিয়ে ওসি জানান, সকালে সেগুনবাগিচা এলাকায় একটি মোটরসাইকেল নারী পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এছাড়া অন্য দুটি মরদেহের নাম পরিচয় জানা যায়নি।

ময়না তদন্তের জন্য মরদেহগুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এনএ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।