ঝিনাইদহ: ঝিনাইদহের শৈলকূপা উপজেলার তিন নম্বর দিগনগর ইউনিয়নের দেবতলা গ্রামের কুমারনদী থেকে মস্তকবিহীন অজ্ঞাত পরিচয় এক নারীর (৩০) গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ ওই নারীর মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে পাঠায়। সেখানে মরদেহের ময়না তদন্ত হবে।
শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ৮-১০ দিন আগে হত্যাকাণ্ডটি ঘটে। দুর্বত্তরা ওই নারীকে হত্যা করে মস্তকবিচ্ছিন মরদেহটি নদীতে ফেলে দেয়। পরে তা ভাসতে ভাসতে এখানে চলে আসে।
বাংলাদেশ সময়: ১১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
জেডএস/