ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

গাইবান্ধায় গণপিটুনিতে ডাকাত সর্দারের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
গাইবান্ধায় গণপিটুনিতে ডাকাত সর্দারের মৃত্যু

গাইবান্ধা: জেলার ফুলছড়ি উপজেলায় স্থানীয় জনতার গণপিটুনিতে ময়ের হোসেন মনির (৫০) নামে এক ডাকাত সর্দারের মৃত্যু হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে নিহতের মৃতদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।



এর আগে শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ফজলুপুর ইউনিয়নের খাটিয়ামাড়ি গ্রামে এলাকাবাসীর গণপিটুটিতে মৃত্যু হয় মনিরের।
       
মনির উপজেলার ফজলুপুর ইউনিয়নের পূর্ব খাটিয়ামাড়ি গ্রামের মৃত কোরবান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, মনির একজন পেশাদার ডাকাত। তার নেতৃত্বে ফুলছড়ির বিভিন্ন চরে ডাকাতি সংঘটিত হয়ে আসছিলো। শুক্রবার সকাল থেকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত মনিরের বাড়িতে অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে মনিরের নেতৃত্বে ডাকাতদল নৌকায় উঠলে স্থানীয় লোকজন একত্রিত হয়ে ডাকাত বলে চিৎকার করতে থাকে।

এসময় অন্য ডাকাতরা পালিয়ে গেলেও ডাকাত সর্দার মনিরকে আটক করে এলাকাবাসী। এসময় গণপিটুনিনতে ঘটনাস্থলেই মারা যান মনির।
   
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জামাল উদ্দিন মণ্ডল বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে গণপিটুনিতে নিহত মনিরের লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মনিরের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।