ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধুনটে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ধুনটে ২ পক্ষের সংঘর্ষে আহত ১৩ ছবি: প্রতীকী

ধুনট (বগুড়া): জমি নিয়ে পূর্ব বিরোধের জের ধরে বগুড়ার ধুনট উপজেলায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টার দিকে ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের রামনারায়ণপুর গ্রামে এ ঘটনা ঘটে।



আহতরা হলেন- ধুনট উপজেলার রামনারায়ণপুর গ্রামের মৃত আব্দুস ছোবাহানের ছেলে আরিফ হোসেন (২২), রইচ উদ্দিন (২৬), আব্দুর রশিদ (৩০), স্বাধীন মিয়া (৪৫), আব্দুস ছোবাহানের স্ত্রী কমলা খাতুন (৬০), রওশনারা খাতুন (৫৫) ও বিশারদিয়াড় গ্রামের আছাব উদ্দিনের ছেলে ওমর ফারুক (৩২), দরবার আলীর ছেলে খোরশেদ আলম (৪২), গোলাম মোস্তফা (৩৫), ওয়ারেশ আলী (৪০), দরবার আলীর স্ত্রী মিষ্টি খাতুন (৬০), ওয়ারেশ আলীর ছেলে সামেদুল ইসলাম (১৫) ও মোমতাজ আলীর ছেলে হেলাল উদ্দিন (২৪)।

আহতদের ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে জানান, উভয় পক্ষের মধ্যে জমিজমা নিয়ে পূর্ব থেকে বিরোধ চলে আসছে। বিষয়টি মিমাংসা করার জন্য উভয় পরিবারকে নিয়ে কয়েক দফা বৈঠক করা হয়।

কিন্তু দুই পরিবারের মধ্যে সমঝোতা হয়নি। পূর্ব বিরোধের জের ধরে শুক্রবার মধ্যরাতে তাদের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনায় উভয় পক্ষেই পাল্টাপাল্টি মামলার প্রস্তুতি নিচ্ছেন।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) পঞ্চনন্দ সরকার বাংলানিউজকে জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে প্রাথমিক ভাবে বিষয়টি তদন্ত করা হয়েছে। জমিজমা নিয়ে বিরোধের জের ধরে এই ঘটনা ঘটেছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১২৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।