ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় নসিমন-ট্রাক সংঘর্ষে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
চুয়াডাঙ্গায় নসিমন-ট্রাক সংঘর্ষে নিহত ২ ছবি: প্রতীকী

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় নসিমন ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরো একজন।



শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে সদর উপজেলার সুবদিয়া এলাকায় চুয়াডাঙ্গা-ঝিনাইদহ সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নসিমনের চালক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার নাহদাহ ইউনিয়নের বলিয়ারপুর গ্রামের আজিজুলের ছেলে শফি (৩৫) এবং যাত্রী ঝিনাইদহের সদর উপজেলার আরামডাঙ্গা গ্রামের বাসিন্দা খাইরুল ইসলাম (৬৫)।

এ ঘটনায় খাইরুল ইসলামের স্ত্রী আলেয়া খাতুন (৫৫) আহত হয়েছেন। তিনি চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় লোকজন ঘাতক ট্রাকটি আটক করে। তবে, ট্রাকের চালক ও তার সহযোগী পালিয়ে গেছেন।

চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত হোসেন বাংলানিউজকে জানান, ঝিনাইদহ সদর উপজেলার আরামডাঙ্গা গ্রামের খাইরুল ইসলাম ও তার স্ত্রী আলেয়া খাতুন (৫৫) সকালে চুয়াডাঙ্গা শহরে আসেন। তারা কাজ শেষে নসিমনে করে ঝিনাইদহের দিকে যাচ্ছিলেন। পথে সুবদিয়া এলাকায় ঝিনাইদহ থেকে চুয়াডাঙ্গার দিকে আসা দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে নসিমনের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে নসিমন চালক শফি, যাত্রী খাইরুল ইসলাম ও তার স্ত্রী আলেয়া খাতুন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিমুল নসিমন চালক শফিকে মৃত ঘোষণা করেন।

অবস্থা গুরুতর হওয়ায় খাইরুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তরের পরামর্শ দেন তিনি। ঢাকায় নেওয়ার পথে বেলা সাড়ে ১১টার দিকে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের কাছে তার শারীরিক অবস্থার আরো অবনতি হয়। এতে পার্শ্ববর্তী শামিমা ক্লিনিকে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সিদ্দিকুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।

ঘাতক ট্রাকটি আটক করে চুয়াডাঙ্গা সদর থানা হেফাজতে নেওয়া হয়েছে। হতাহতের পরিবার মামলা করতে চাইলে তা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।