কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় মুমূর্ষু অবস্থায় এক শিশু চিকিৎসাধীন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে ভাটার টানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- সদর উপজেলার জিলংজা ইউনিয়নের লাড়পাড়ার লোকমান হাকিমের মেয়ে তাসনিম আক্তার (১০) এবং উখিয়া উপজেলার কুতুপালং শরণার্থী ক্যাম্পের মিনা আক্তার (১২)।
হাসপাতালে চিকিৎসাধীন শিশুর নাম আহমদ ইউনুস। সে জিলংজা ইউনিয়নের পশ্চিম লাড়পাড়ার নজির আহমদের ছেলে।
পুলিশ জানায়, দুপুরে সৈকতে গোসল করতে যায় ছয় শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে ভাটার টানে তিনজন সাগরের পানিতে ডুবে যায়।
খবর পেয়ে স্থানীয় উদ্ধারকারী দল লাইফগার্ডের সদস্যরা দুপুর ১টার দিকে তাদের উদ্ধার করে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে দুপুর দেড়টার দিকে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
এদিকে, হাসপাতালে আহত অবস্থায় অপর শিশু চিকিৎসাধীন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে চিকিৎসকরা।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫/আপডেটেড: ১৫৩৮
এমজেড