ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

নিকুঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে আহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
নিকুঞ্জে গ্যাসের লাইন বিস্ফোরণে আহত ২ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর নিকুঞ্জ এলাকায় গ্যাস লাইন বিস্ফোরণে দুই নারী আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিকুঞ্জ-২ এর জামতলা এলাকায় জাহিদ ইকবাল হাইস্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।



ঘটনাস্থলে উপস্থিত খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) মুনির হাসান বাংলানিউজকে এর সত্যতা নিশ্চিত করেছেন।

আহত দুই নারী হলেন সালেহা (৫২) ও আনেসা (৪৮)। স্থানীয়ভাবে তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

এসআই মুনির জানান, ঘটনাস্থলে এখনও গ্যাস বের হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে অবহিত করা হয়েছে। দুর্ঘটনা এড়াতে পুলিশ জায়গাটি ঘিরে রেখেছে।

এদিকে, এলাকাবাসী অভিযোগ করেছেন, এর আগে ওই জায়গায় দুর্ঘটনার আশঙ্কায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার ব্যবস্থা নিতে অনুরোধ করেও কোনো প্রতিকার পাননি তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এইচআর/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।