ঢাকা: রাজধানীর রমনা থানাধীন সিদ্ধেশ্বরীতে জাহানারা অ্যাপার্টমেন্টের পিছন থেকে মিনা (১৩) নামে এক গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান বলেন, সংবাদ পেয়ে আমরা রক্তাক্ত অবস্থায় মিনার মরদেহ উদ্ধার করি। তার মাথা থেঁতলানো অবস্থায় পাওয়া যায় ও শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে।
মিনা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের ডা. জাকির হোসেনের বাসায় কাজ করতো বলে ওসি জানান।
তিনি বলেন, ডা. জাকির জানিয়েছেন, চার বছর বয়সে মিনাকে তিনি রাস্তায় কুড়িয়ে পান। তখন থেকেই সে তার বাড়িতে রয়েছে। ঘটনার আগের দিন ফোনে কার সঙ্গে কথা বলে বেরিয়ে যায়। পরে তার মরদেহ উদ্ধারের সংবাদ পান।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে এটি হত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এজেডএস/এসএস