শ্রীমঙ্গল (মৌলভীবাজার): ঈদুল আজহার ছুটিতে শ্রীমঙ্গল শহরের পর্যটন স্থানগুলোতে পর্যটকদের উপচেপড়া ভীড়ে জমে উঠেছে পর্যটন নগরী শ্রীমঙ্গল। প্রতিটি পর্যটন স্পটে দেশি পর্যটকদের পাশাপাশি রয়েছেন বিদেশি পর্যটকরাও।
শ্রীমঙ্গলের বধ্যভূমি ৭১, চা কন্যা, লাউয়াছড়া জাতীয় উদ্যান, বিটিআরআই, মাধবপুর লেক, মনিপুরি বস্তি, খাশিয়াপুঞ্জি, নীলকণ্ঠ চা কেবিনসহ বিভিন্ন পর্যটন স্থানগুলোতে পর্যটকদের এখন উপচেপড়া ভীড়। ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল শহরের সবুজ ঘেরা বিভিন্ন স্থান দেখার জন্য দূর-দূরান্ত থেকে ভ্রমণপিপাসুরা ভীড় জমিয়েছেন।
বিশেষ দিনে পরিবার-পরিজনের সঙ্গে কিছু সময় কাটাতে তারা এসব পর্যটন কেন্দ্রগুলোকে বেছে নিয়েছেন। পর্যটনকেন্দ্রগুলো বিভিন্ন ধরনের আলোকসজ্জ্বায় সজ্জ্বিত করা হয়েছে। স্থানীয় মানুষ ছাড়াও বিভিন্ন জেলা থেকে লোকজন এসেছেন এসব স্পটে ঘুরতে।
তবে শ্রীমঙ্গলের এসব পর্যটন কেন্দ্রগুলোতে পরিকল্পিত গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা না থাকায় কেউ কেউ প্রধান সড়কের উপর তাদের যানবাহন রেখেছেন।
পর্যটকদের নিরাপত্তার বিষয়টি উল্লেখ করে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন, প্রতি বছরের মতো এবারও শ্রীমঙ্গলে ঢল নেমেছে মানুষের। পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঈদের দিন থেকেই আমরা যেকোনো প্রকার অপ্রীতিকর বা অপরাধমূলক ঘটনা এড়াতে পুলিশি টহল জোরদার করেছি।
বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বিবিবি/জেডএস