মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় সিরাজুল ইসলাম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার দোগাছি এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সিরাজুল ইসলাম শ্রীনগর উপজেলার দক্ষিণ পাইকসা গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানায়, ডিএম পরিবহনের একটি যাত্রীবাহী বাস দোগাছি এলাকায় সিরাজুল ইসলামকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার পরপরই বাস চালক পালিয়ে গেছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর করেছে।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমজেড/