গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় বাসচাপায় সোহাগ মিয়া (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় তার বাবা সিরাজুল ইসলাম (৪০) আহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের বালুয়া বাজারে রংপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতরা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলার ছিরাট্টি গ্রামের বাসিন্দা। আহত সিরাজুলকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সিরাজুল তার ছেলেকে নিয়ে অটোরিকশায় করে গোবিন্দগঞ্জ থেকে বালুয়া বাজারে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে যাত্রীবাহী একটি বাস তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহাগের মৃত্যু হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করছেন।
বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এএটি/এমজেড