ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

সাম্য হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
সাম্য হত্যার বিচার দাবিতে মহাসড়ক অবরোধ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্য হত্যার বিচার দাবিতে রংপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।
   
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের রাজমতি মার্কেট থেকে উপজেলা পরিষদ গেট পর্যন্ত অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে তারা।



এ সময় হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে স্লোগান দেয় অবরোধকারীরা। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মামলার এজহারভুক্ত আসামিদের গ্রেফতারের আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করে তারা।
 
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, আশিকুর রহমান সাম্য হত্যাকাণ্ডের ঘটনায় মামলা দায়ের হয়েছে। ইতোমধ্যে এজহারভুক্ত ১১ আসামির মধ্যে আটজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
 
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ভোরে একটি সেপটিক ট্যাংক থেকে গোবিন্দগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমানের ছেলে আশিকুর রহমান সাম্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে পুলিশ।  
 
বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এএটি/এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।