ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ধামরাইয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৪

ধামরাই (ঢাকা): ঢাকা জেলার ধামরাইয়ে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো ২০ জন।



শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার ইসলামপুর ও দুপুরে জয়পুরা এলাকায় দুর্ঘটনা দুটি ঘটে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিজাউল হক বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, খবর পেয়ে ধামরাই থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তিনি জানান, শনিবার সকালে ইসলামপুর এলাকায় বেপরোয়া গতির বাস একটি রিকশাকে পেছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই রিকশাচালক নিহত হন। অপরদিকে, একই দিন দুপুরে জয়পুরা এলাকায় ঢাকাগামী সাদ পরিবহনের সঙ্গে ফরিদপুরগামী এনএন পরিবহনের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে আবুল কালাম আজাদ (৪০) নামে এক ব্যক্তি ও সুমাইয়া (১৪) নামে এক কিশোরীসহ তিনজন নিহত হন।

নিহত ওই রিকশাচালক ও বাস দুর্ঘটনায় নিহত তৃতীয় ব্যক্তির নাম-পরিচয় এখনও জানা যায়নি।

প্রাথমিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি উল্লেখ করে ওসি রিজাউল জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫/আপডেট: ২০৫৫ ঘণ্টা
আরএইচ/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।