ঢাকা, বুধবার, ২৮ মাঘ ১৪৩১, ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১২ শাবান ১৪৪৬

জাতীয়

মুকসুদপুরে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
মুকসুদপুরে দুস্থদের মধ্যে কোরবানির মাংস বিতরণ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গোপালগঞ্জ: ঈদুল আজহা উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুর এলাকায় এক হাজার ৩৫০টি দুস্থ পরিবারের মধ্যে দুই কেজি করে কোরবানির মাংস বিতরণ করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে ৩০টি গরু কোরবানি দিয়ে স্থানীয় গোবিন্দপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ মাংস বিতরণ করা হয়।



আন্তর্জাতিক সেচ্ছাসেবী সংস্থা ইসলামিক রিলিফ বাংলাদেশের অর্থায়নে স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থা দিশারী ফাউন্ডেশন এ আয়োজন করে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুকসুদপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম শিমুল।

এছাড়াও দিশারী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সালমা মাসুদ, ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম, দিশারী ফাউন্ডেশনের প্রশাসন প্রধান নাসিমা আজাদ, ইসলামিক রিলিফ বাংলাদেশের প্রতিনিধি মাহবুর রহমান মুন্সী ও হায়দার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।