ভোলা: ভোলার চরফ্যাশনে অবৈধভাবে ইলিশ শিকারের অভিযোগে আরো পাঁচ জেলেকে এক হাজার টাকা করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজাউল করিম এ জরিমানা করেন।
জরিমানার দণ্ডাদেশপ্রাপ্ত জেলেরা হলেন- সুমন, লিটন, দুলাল, বাবুল ও কাশেম। তারা চরফ্যাশন উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে পৃথক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওমর, মনির, মিলন, মাসুদ, আজগর ও মনির নামে একই উপজেলার ছয় জেলেকে জরিমানা করা হয়।
চরফ্যাশন উপজেলা মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমজেড