ভোলা: যেকোনো মূল্যে মেঘনার ভাঙন থেকে ভোলাকে রক্ষা করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সদরের মেঘনার ভাঙন কবলিত ইলিশা ও রাজাপুর ইউনিয়ন পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভাঙনরোধে মেঘনা এলাকায় ইতোমধ্যে জিও ব্যাগ, জিও টিউব ডাম্পিং স্থাপন করা হয়েছে। অচিরেই নেদারল্যান্ড সরকারের ৬০০ কোটি টাকার একটি প্রজেক্ট অনুমোদন অপেক্ষায় রয়েছে, সেটি পাস হলেই মেঘনার ভাঙন থেকে ভোলাকে স্থায়ীভাবে রক্ষা করা হবে।
![](files/September2015/September26/bhola_3_inner_198737773.jpg)
এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন- সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম গোলদার ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ইউনুছ।
এর আগে মেঘনার ভায়াবহ ভাঙন থেকে রক্ষার দাবিতে মানববন্ধন করেছে ‘ইলিশ, রাজাপুর ও ভোলা বাঁচাও’ রক্ষা কমিটি। ভোলা-লক্ষ্মীপুর সড়কের ইলিশা জংশন বাজারে এ মানববন্ধন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- ‘ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও’ রক্ষা কমিটির আহ্বায়ক সাহেদ আলী, সদস্য সচিব নুরে আলম, আনোয়ার হোসেন ও সাদ্দাম প্রমুখ।
![](files/September2015/September26/bhola_2_inner_693144693.jpg)
বক্তারা অবিলম্বে মেঘনা ভাঙনের কবল থেকে ইলিশা ও রাজাপুরকে বাঁচাতে সিসি ব্লক দিয়ে স্থায়ী পদক্ষেপ নেওয়ার দাবি জানান। মেঘনার ভয়াবহ ভাঙনে দুই মাসে প্রায় পাঁচ কিলোমিটার এলাকাসহ আট শতাধিক ঘরবাড়ি ও কয়েকশ হেক্টর জমি মেঘনা গর্ভে বিলীন হয়েছে।
ভোলাকে বাঁচাতে ১০ দিনের আন্দোলন কর্মসূচি পালন করছে ‘ইলিশা, রাজাপুর ও ভোলা বাঁচাও’ রক্ষা কমিটি।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এএটি/পিসি