বরিশাল: অবৈধভাবে ইলিশ শিকারের অপরাধে বরিশালের মেহেন্দীগঞ্জে মাছ কাটা নদীতে অভিযান চালিয়ে আড়াই হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়।
বরিশাল জেলা মৎস অধিদফতরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, মা ইলিশ রক্ষার জন্য ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোরর পর্যন্ত মোট ১৫ দিন উপকূলীয় ১১ হাজার বর্গকিলেমিটার জল সীমায় ইলিশ ধরায় মৎস্য বিভাগের নিষেধাজ্ঞা শুরু হয়েছে। এ সময় ইলিশ নিধন, মজুদ, কেনা-বেটা ও পরিবহন পুরোপুরি নিষিদ্ধ। কিন্তু কিছু অসাধু ব্যক্তি নিষেধাজ্ঞা না মেনে নদীতে মাছ ধরার চেষ্টা চালাচ্ছে।
এর আগে অবৈধভাবে ইলিশ শিকার রোধে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) অভিযান চালিয়ে চার হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয় এবং এক জেলেকে আটক করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদা সুলতানার ভ্রাম্যমাণ আদালতে সোপার্দ করা হলে তাকে পাঁচশো টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এএটি/এটি