ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

ডিসেম্বরে ফোরলেনের কাজ শেষ হবে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
ডিসেম্বরে ফোরলেনের কাজ শেষ হবে ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুমিল্লা: সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এমপি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফোরলেন প্রকল্পের কাজ আগামী ডিসেম্বরের মধ্যে শেষ করতে হবে। আর তা না করতে পারলে সংশ্লিষ্ট দেশি ও বিদেশি ঠিকাদারদের বিরুদ্ধে শাস্তিমুলক ব্যবস্থা নেওয়া হবে।



শনিবার(২৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার পদুয়ারবাজার রেলওয়ে ওভারপাস পরিদর্শনকালে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বেলা ৩টা থেকে প্রকৌশলীদের মহাসড়কে থাকার নির্দেশনা থাকলেও মেঘনা থেকে কুমিল্লা পর্যন্ত অংশে কোনো প্রকৌশলীকে দেখিনি। অথচ মন্ত্রী আসার কথা শুনলে তারা ইট-সুরকি নিয়ে মহাসড়কে ব্যস্ত থাকে।

তিনি বলেন, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এবার যানজটের মূল কারণ হল, রেলওয়ে না থাকায় ওই সড়কের এলেঙ্গায় রেলওয়ে ওভারপাস নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এ ওভারপাস স্থাপন করা হলে এ যানজট আর থাকবে না।

মন্ত্রী আরও বলেন, এবার মহাসড়কে তেমন দুর্ঘটনা ঘটেনি। যেসব দুর্ঘটনা ঘটেছে তা সিএনজি অটোরিকশার কারণে। ঈদের আগে ও পরে ত্রিহুইলার দুর্ঘটনায় ১০ জনের মতো মারা গেছেন। যা অন্য বারের তুলনায় কম। মহাসড়কের পাশে এবার পশুর হাট নিয়ন্ত্রণ করা হয়েছে ৯০ ভাগ। স্থানীয় জন প্রতিনিধিদের হস্তক্ষেপ না থাকলে তা শতভাগ করা যেত।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।