ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড়

সালাহ উদ্দিন জসিম, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
হাতিরঝিলে দর্শনার্থীদের ভিড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ঈদের ছুটিতে জমে উঠেছে রাজধানীর বিভিন্ন বিনোদনকেন্দ্র। শিশুপার্ক, চিড়িয়াখানা, লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল ও শাহবাগের জাতীয় জাদুঘরের মতো হাতিরঝিলেও ছিল ইট-পাথরের ব্যস্ত রাজধানীবাসীর পথচলা।



ঈদের দিন তো কোরবানি আর আত্মীয় স্বজনদের বাড়ি ঘুরেই সময় চলে গেছে। তাই বলে কী ঈদের ছুটিতে প্রিয়জন কিংবা ছেলে-মেয়েকে বা বন্ধু-বান্ধব নিয়ে ঘোরাঘুরি হবেনা!

তাই কী আর হয়! পরিবার-পরিজন কিংবা বন্ধুদের নিয়ে ঈদের পরদিন বিকেলে বেড়াতে এসেছেন উন্মুক্ত বিনোদন কেন্দ্র হাতিরঝিলে। বিকেলে থেকে নগরবাসীর আনাগোনা থাকলেও সন্ধ্যার দিকে এ ভিড় ছিল লক্ষ্যণীয়।

তখন শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পদচারনায় মুখরিত হয়ে উঠেছে হাতিরঝিল।

শনিবার (২৬ সেপ্টেম্বর) হাতিরঝিলে অবস্থান করে দেখা গেছে, পরিবার-পরিজন কিংবা প্রিয়জন অথবা কাছের মানুষের সঙ্গে ঈদের আনন্দ উপভোগ করতে এসেছেন নগরীতে ঈদ উদযাপনকারী হাজারো মানুষ।

কেউ রেলিংয়ে ধরে মুহূর্তটিকে স্মৃতিময় করে রাখতে সবাই মিলে ছবি তুলছেন, কেউবা প্রিয়জনকে নিয়ে এক ক্লিকে নিজেদের ফ্রেমবন্দি করছেন সেলফিতে।  

অনেকে আবার বন্ধু-বান্ধবকে নিয়ে পিকআপে চড়ে নেচে-গেয়ে হৈ-হুল্লোড়ে ঘুরে বেড়াচ্ছেন গোটা হাতিরঝিল।

এরমধ্যে কেউ আবার হৃদের পাড়ে বসে গল্প-আড্ডায় মেতে উঠেছিলেন। সবার চোখে মুখেই ছিল ঈদ আনন্দের ছাপ।

রাজধানীর পল্টন থেকে স্ত্রীকে নিয়ে হাতিরঝিলে এসেছেন মো. শাহজাহান। পল্টনে প্রকাশনা ব্যবসা রয়েছে তার।

বললেন, ‘কাজের জন্য পরিবারের লোকজনকে সময় দিতে পারিনা। ঈদের আগে গ্রামের বাড়ি গিয়েছিলাম। কোরবানির পরই চলে এসেছি ঢাকায়।

‘কাল-পরশু থেকে ফের কাজ শুরু হবে। তাই আজ ছুটি থাকায় স্ত্রীকে নিয়ে ঘুরতে এলাম। বেশ ভালো লাগছে,’ বলেন তিনি।

এদিকে পিকআপ ট্রাকে চড়ে উচ্চ স্বরে গান বাজিয়ে হৈ-হুল্লোড় করে আনন্দ করছিলেন সাব্বির হোসেন।

বাংলানিউজকে তিনি বলেন, ‘একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। সময় পাই না। বন্ধুদের সঙ্গে আড্ডাও হয় না। তাই ঈদের ছুটিতে সবাই মিলে আনন্দ করছি। ’

এদিকে ঈদের ছুটিতে দর্শনার্থীদের নিরাপত্তায় হাতির ঝিলের বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।  

কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে হাতিরঝিলের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল ও সন্দেভাজন গাড়িতে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়:২০৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসইউজে/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।