বগুড়া: বগুড়া শহরের গালাপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে ২০লিটার দেশীয় মদসহ গণেশ রায় (৪৫) নামে এক মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে র্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের গালাপট্টি এলাকার সাগর রায়ের ছেলে গণেশকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে মদ ছাড়াও একটি মোবাইল ফোন সেট জব্দ করে র্যাব।
আটক গণেশের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা করা হয়েছে বলে ওই প্রেস বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমবিএইচ/এমএ