ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ২০ লিটার বাংলা মদসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বগুড়ায় ২০ লিটার বাংলা মদসহ আটক ১ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়া শহরের গালাপট্টি রোড এলাকায় অভিযান চালিয়ে ২০ লিটার বাংলা মদসহ গণেশ রায় (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।
 
আটক গণেশ রায় শহরের গালাপট্টি এলাকার সাগর রায়ের ছেলে।


 
শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
 
র‌্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালিয়ে দেশীয় বাংলা মদসহ গণেশ রায়কে আটক করে।
 
গণেশ দীর্ঘদিন ধরে দেশীয় বাংলা মদসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্যের ব্যবসা করে আসছেন। উদ্ধারকৃত মদসহ তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২২১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এমবিএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।