ঈশ্বরদী (পাবনা): পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশীর ঐতিহ্যবাহী রেলওয়ে চন্দ্রপ্রভা বিদ্যাপীঠের ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী শনিবার দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে।
পাকশী লালন শাহ সেতু এলাকায় অনুষ্ঠিত এই ঈদ পুনর্মিলনীতে স্কুলের অবসরপ্রাপ্ত সাবেক প্রধান শিক্ষক মহিউদ্দিন আহমেদসহ কয়েকজন প্রবীণ শিক্ষকের সংবর্ধনা, র্যালি, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
ঈদ পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কৃষিবিদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাবেক শিক্ষক আবুল কালাম আজাদ আহাদ, এবাদুল হক, সিদ্দিকুর রহমান, হারুন অর-রশিদ মুকুল, ইউপি চেয়ারম্যান নেফাউর রহমান রাজু, সমন্বয়কারী জহুরুল ইসলাম মালিথা, মঞ্জুর আলম আঙ্গুর, আব্দুল্লাহ আল-বাকী আরজু, সামসুল হক, প্রকৌশলী হাকিমূল হাসান সিদ্দিকী মিল্টন, বায়েজিদ লিটন প্রমুখ।
বাংলাদেশ সময়: ২২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর।