নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোণা এলাকায় দশ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী সোহেল মিয়া (২৫) নামে এক যুবকের বিরুদ্ধে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শিশুটিকে চিকিৎসার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
এরআগে গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) মেয়েটির নিজ বাড়িতে একা পেয়ে তার হাত-মুখ বেঁধে অস্ত্রের ভয় দেখিয়ে ধর্ষণ করে সাইদুল মিয়ার ছেলে সোহেল মিয়া।
এদিকে, ধর্ষক সোহেল মিয়া শিশুটিকে প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাটি কাউকে না জানাতে বলে। পরে পরিবারের লোকজন শিশুটিকে শনিবার হাসপাতালে ভর্তি করে।
নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা হবে।
বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর