গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে সামছুজ্জোহা সরকার স্বপন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে সাদুল্যাপুর-মাদারগঞ্জ সড়কে উপজেলার তরফবাজিত ব্র্যাক অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সামছুজ্জোহা সরকার স্বপন উপজেলার জামালপুর ইউনিয়নের চিকনী গ্রামের হবিবর রহমানের ছেলে।
স্থানীয়রা জানান, স্বপন বিকেলে অটোরিকশায় করে নাগবাড়ি বাজার থেকে সাদুল্যাপুরে যাচ্ছিলেন। পথে ব্র্যাক অফিস এলাকায় বিপরীতমুখী অপর একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে স্বপন রাস্তায় ছিটকে পড়ে বুকে আঘাত পান।
স্থানীয়রা তাকে উদ্ধার করে সাদুল্যাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
স্থানীয় জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করীম রেজা বাংলানিউজকে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর