ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
চাঁদপুরে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুর সদর ও হাজীগঞ্জ উপজেলায় পানিতে ডুবে আরমান (৭) ও মোহাম্মদ (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
 
রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে হাজীগঞ্জ উপজেলার শ্রীপুর গ্রামে এবং দুপুরে সদর উপজেলার বাবুরহাট আশিকাটি গ্রামে এ দু'টি দুর্ঘটনা ঘটে।

  
 
আরমান শ্রীপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে এবং মোহাম্মদ আশিকাটি গ্রামের খলিলুর রহমানের ছেলে।
 
আরমানের মামা শরীফ হোসেন বাংলানিউজকে জানান, সকালে আরমান তার বোন শেলীর সঙ্গে পুকুরে পাড়ে যায়। এ সময় পা পিছলে আরমান পুকুরে পড়ে যায়। শেলী বিষয়টি তার বাবা-মাকে জানায়।  
 
কিছুক্ষণ পর আরমান পুকুরে ভেসে উঠলে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। সেখানে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
 
এদিকে, মোহাম্মদের আত্মীয় ওমর ফারুক শাহীন বাংলানিউজকে জানান, বাড়ির অন্য শিশুদের সঙ্গে খেলতে গিয়ে সকাল ১১টার দিকে মোহাম্মদ পুকুরে পড়ে যায়। তাকে খোঁজাখুঁজি করে পাওয়া যাচ্ছিল না।  
 
পরে, দুপুরে মোহাম্মদের দেহ পুকুরে ভেসে উঠে। উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে এলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
 
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) সিরাজুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫   
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।