লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের দায়ে ৮ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম এ রায় দেন।
এরআগে দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত, মৎস্য বিভাগ ও রামগতির বড়খেরী নৌ পুলিশ গাবতলী, টাংকির ঘাট ও আলেকজান্ডারসহ মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে ৩ জেলে রামগতি উপজেলার গাবতলী এলাকার ও ৫ জেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার বাসিন্দা। তবে তাদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
গত ২৫ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুমে মেঘনা ও তেতুলিয়া নদীতে মাছ শিকার নিষিদ্ধ করা হয়েছে। এ সময়ে ইলিশ শিকার, ক্রয়-বিক্রয়, সংরক্ষণ পরিবহন, বাজারজাতকরণ ও মজুত নিষিদ্ধ।
বাংলাদেশ সময়: ০২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসআর