ঝিনাইদহ: ঝিনাইদহ শৈলকুপা উপজেলায় কুমার নদী থেকে খণ্ডিত একটি মাথা উদ্ধার করেছে পুলিশ।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মনোহরপুর ইউনিয়নের বিজলীয়া গ্রামের পাশ থেকে মাথাটি উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে মাথা বিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মাথাটি ওই নারীর বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
পুলিশ জানায়, সকালে কুমার নদীতে একটি মাথা ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাসেম খান বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, শনিবার সকালে অজ্ঞাত-পরিচয় নারীর মস্তকবিহীন দেহ উদ্ধার করা হয়। মাথাটি ওই নারীর হতে পারে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমজেড