ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

‘২৭ ঘণ্টার মধ্যে ক্লিন ঢাকা উপহার দিতে পেরেছি’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
‘২৭ ঘণ্টার মধ্যে ক্লিন ঢাকা উপহার দিতে পেরেছি’ ছবি: দীপু মালাকার / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করে কম্পারেটিভলি ক্লিন ঢাকা উপহার দিতে পেরেছি, এমন মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হক।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের কার্যালয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন মেয়র।



এ সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রমুখ।

বর্জ্য অপসারণের বিষয়ে আনিসুল হক বলেন, সম্পূর্ণ না হলেও অনেকদূর অগ্রসর হয়েছি। গত সাতদিন আমাদের বর্জ্য বিভাগের সবার ছুটি বাতিল ছিলো। আর সবার প্রচেষ্টায় নগরবাসীকে একটু হলেও স্বস্তি দিতে পেরেছি। সব মিলিয়ে বড় প্রত্যাশার জায়গা ওপেন হয়েছে।
 
বর্জ্য অপসারণে সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, আমিনবাজারে বড় চামড়ার হাট বসে। এ কারণে ঈদের দিন (২৫ সেপ্টেম্বর) বিকেলে ওখানে চারঘণ্টা যানজট এবং সিএনজি স্টেশন বন্ধ থাকায় আমাদের নিজস্ব গাড়িতে গ্যাস নেওয়া ব্যাহত হওয়ার কষ্ট হয়েছে। এরপরও ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণ করেছি।

রাজধানীর দু’টি এলাকার কথা উল্লেখ করে আনিসুল হক বলেন, আমি নিজে প্রতিদিন দুই থেকে আড়াইঘণ্টা গাড়ি চালিয়ে প্রত্যক্ষ করেছি। মিরপুরে একটু গন্ধ পেয়েছি। উত্তরায় চামড়ার বাজারের কারণে একটু সমস্যা হয়েছি। এছাড়া বাকি এলাকাগুলোতে কোনো সমস্যা নেই।
 
পশু জবাইয়ের জন্য ২৭৯ স্থান নির্ধারিত ছিলো। কিন্তু বেশিরভাগ স্থানেই জনগণের অংশগ্রহণ কম ছিলো। তবে ঈদের দিন এক স্থানে ৫৯টি আরেক স্থানে ৫টি জবাই দেখেছি। আবার অন্য একটিতে কেউই আসেননি বলে মন্তব্য করেন উত্তর সিটি মেয়র আনিসুল হক।

তিনি বলেন, এটি প্রথম উদ্যোগ। আশা করি জনগণ আরো সচেতন হলে এর ব্যবহারও বাড়বে।
 
প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা বলেন, গণমাধ্যমে মেয়র বলেছিলেন, ৪৮ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণের কথা। আর আমাদেরকে বলেছিলেন ৩০ ঘণ্টার মধ্যে। আমরা মাত্র ২৭ ঘণ্টার মধ্যে বর্জ্য অপসারণে সফল হয়েছি।

এরপরও কোনো নগরবাসীর অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ওই এলাকায় গিয়ে বর্জ্য অপসারণ করা হয়েছে। এছাড়া এবার অস্থায়ী পশুর হাট উপশহরে সরিয়েও নিতে পেরেছি।     
 
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫/আপডেট: ১২৩৩ ঘণ্টা
ইএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।