ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

তাহিরপুরে অন্তসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
তাহিরপুরে অন্তসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা

সুনামগঞ্জ: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় মারুফা বেগম (১৮) নামে অন্তসত্ত্বা এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করেছে তার স্বামী।

শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার আনোয়ারপুর গ্রামে এ ঘটনা ঘটে।



ঘটনার পর থেকে স্বামী আশরাফুল ইসলাম (৩০) পলাতক রয়েছেন। তিনি আনোয়ারপুর গ্রামের অছি রহমানের ছেলে।

পুলিশ জানায়, শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে আশরাফুল ও তার স্ত্রী মারুফা বেগমের মধ্যে ঝগড়া বাধে। একপর্যায়ে আশরাফুল  মারুফাকে কুপিয়ে আহত করে। তাৎক্ষণিক প্রতিবেশীরা তাহিরপুর উপজেলার পার্শ্ববর্তী বিশ্বরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিহত মারুফা পাঁচ মাসের অন্তসত্ত্বা ছিলেন বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।