ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হিলিতে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক

হিলি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
হিলিতে ফেনসিডিলসহ ভারতীয় নাগরিক আটক ছবি: প্রতীকী

হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তে ৯০ বোতল ফেনসিডিলসহ লিফলান হেমব্রম (৩৮) নামে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

রোববার (২৭ সেপ্টেম্বর) ভোরে সীমান্তের নওপাড়া মাঠ থেকে তাকে আটক করা হয়।



লিফলান হেমব্রন ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানাধীন পশ্চিম আপতৈর গ্রামের হোপনাথ হেমব্রনের ছেলে।

বিজিবি বাসুদেবপুর ক্যাম্প কমান্ডার সুবেদার আতাহার আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সীমান্তের নওপাড়া এলাকা থেকে ভারতীয় ওই নাগরিককে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ব্যাগ থেকে ৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

পরে, তাকে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় বিজিবি বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে বলে জানান ক্যাম্প কমান্ডার।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।