ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
পর্যটন দিবস উপলক্ষে সাতক্ষীরায় শোভাযাত্রা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: বিশ্ব পর্যটন দিবস-২০১৫ উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এক বিলিয়ন পর্যটক, এক বিলিয়ন সম্ভাবনা- এ স্লোগানে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের বাংলোর সামনে থেকে এ শোভাযাত্রা বের হয়।



শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

পরে, জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এনডিসি আবু সাঈদের উপস্থাপনায় ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ এফ এম এহতেশামুল হকের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।