মৌলভীবাজার: মৌলভীবাজার শহরের সৈয়ারপুর এলাকায় রুমেলা বেগম (২৮) নামে এক নারী কীটনাশক পান করে আত্মহত্যা করেছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রুমেলা বেগম মৌলভীবাজার পৌর শহরের ১নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার ইসলাম মিয়ার স্ত্রী।
মৌলভীবাজার মডেল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নাজমা বেগম বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, পরিবারিক কলহের জের ধরে সবার অজান্তে রুমেলা বেগম নিজ কক্ষে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে কীটনাশক পান করেন।
পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল ভর্তি করেন। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলেও এএসআই জানান।
বাংরাদেশ সময়: ১৩১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেডএস