ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড অপসারণের হুঁশিয়ারি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড অপসারণের হুঁশিয়ারি ছবি: দিপু মালাকার - বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ৩০ সেপ্টেম্বরের মধ্যে বিলবোর্ড অপসারণ করতে হবে। অন্যথায় আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক।



ঢাকা উত্তর সিটি কর্পোরেশন কার্যালয়ে রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ  ঘোষণা দেন মেয়র।

বিলবোর্ড ব্যবসায়ীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে আনিসুল হক বলেন, সেপ্টেম্বরের ৩০ তারিখের মধ্যে বিলবোর্ড অপসারণ করবেন। তা না হলে আইন প্রয়োগে বাধ্য হবো। এ আইন খুব কঠিন। এ আইনে জরিমানা আছে। এমনকি ভবিষ্যত বিলবোর্ড ব্যবসা হুমকির মধ্যেও পড়তে পারে আইন অমান্যকারীদের।  

তিনি বলেন, আমরা একটি নীতিমালার আওতায় বিলবোর্ড ব্যবসায়ীদের পুনর্বাসন করবো (রিহ্যাবিলেট)।

** ‘২৭ ঘণ্টার মধ্যে ক্লিন ঢাকা উপহার দিতে পেরেছি’

প্রসঙ্গত, ২৬ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে আউটডোর অ্যাডভারটাইজিং ওনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বলা হয়, চলতি বছরের ৩০ জুন পর্যন্ত ট্যাক্স গ্রহণ করে প্রদর্শিত বিলবোর্ডগুলোর অনুমোদন দেওয়া হলেও বর্তমানে নবায়নের সুযোগ না দিয়ে একতরফাভাবে উচ্ছেদের নোটিস জারি করে সিটি কর্পোরেশন। ব্যবসায়ীদের দাবি অন্তত এক বছর সময় দিয়ে পর্যায়ক্রমে বিলবোর্ড উচ্ছেদ করা যেতে পারে।

অপরদিকে, সিটি কর্পোরেশন ঘোষিত ‘গ্রিন ঢাকা ক্লিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়ন করতে অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করার কথা বলছে সিটি কর্পোরেশন। ইতোমধ্যে, ব্যবসায়ীরা সময় চাওয়ায় গত ৫ আগস্ট পর্যন্ত সময় দিয়েছিল সিটি কর্পোরেশন। কিন্তু তারা অপসারণ না করায় ১ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে কিছু বিলবোর্ড অপসারণ করে সিটি কর্পোরেশন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিএম এনামুল হক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন বিপন কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ইএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।