সাভার (ঢাকা): ঈদের আমেজ এখনো কাটেনি সাভার উপজেলা কার্যালয়ে। কুশল বিনিময়, ভাব আদান-প্রদান, গল্প-গুজব এসবের মাঝে একটু কাজ; এমনটাই দেখা গেলো সাভার উপজেলা অফিসে।
ঈদের ছুটি শেষে রোববার (২৭ সেপ্টেম্বর) প্রথম কার্যদিবসে বেলা সাড়ে ১১টা পর্যন্ত দেখা গেলো এমন চিত্র।
উপজেলা ক্রেডিট সুপারভাইজার আব্দুস সালামের সঙ্গে কথা বলে জানা যায়, তার গ্রামের বাড়ি পটুয়াখালি। থাকেন ঢাকার মিরপুরে। ঈদ করেছেন এখানেই। ছুটি কম হওয়ায় এবার ঈদে গ্রামে যাওয়া সম্ভব হয়নি।
একই মন্তব্য করেছেন তার আরেক সহকর্মী মো. আব্দুস সামাদ।
একটু ব্যস্ত সময় পার করতে দেখা গেলো উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাসরিন বেগমের কার্যালয়ে। কারণ হিসেবে তিনি বাংলানিউজকে জানান, ২০০৯-২০১৫ পর্যন্ত সরকারের উন্নয়ন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর। তারই প্রস্তুতি হিসেবে এ বাড়তি কাজ।
তবে বেশিরভাগ দফতরেই কাজ চলছে ঢিলেঢালাভাবে। অনেকে ছুটিতে থাকায় দফতরের বেশ কয়েকটি চেয়ার খালি থাকতে দেখা যায়।
কেউ কোরবানির অভিজ্ঞতার গল্প, কেউ পরিবারের গল্প করলেও একটি গল্প প্রায় সবাইকেই করতে শোনা গেলো। তা হলো, এবারের হজে সৌদি আরবে এতো সংখ্যক হাজির প্রাণহানির কথা।
এদিকে ব্যাংকগুলো যথাযথভাবে কার্যক্রম পরিচালনা করলেও গ্রাহক সংখ্যা একেবারেই কম। আগামী ২/১ দিনের মধ্যেই সবকিছু ফের স্বাভাবিক হবে এমনটাই মনে করছেন অনেকে।
বাংলাদেশ সময়: ১৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসএনএইচ/জেডএস