মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় বাসচাপায় নানী ও নাতির মৃত্যু হয়েছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার ষোলঘর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নানী সালমা বেগম (৩৮) ও নাতি জিসান (৪)। সালমা বেগম শ্রীনগর উপজেলার দেউলভোগ এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বাচ্চাটিকে কোলে নিয়ে রাস্তা পার হচ্ছিলো ওই নারী। এ সময় বাস চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনার পরপরই ঘাতক বাসটি পালিয়ে যায়। বাসটি আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫/আপডেটেড: ১৪৩৬
এমজেড