ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

হাইমচরে আটক ৩ জেলের এক বছর করে কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
হাইমচরে আটক ৩ জেলের এক বছর করে কারাদণ্ড ছবি: প্রতীকী

চাঁদপুর: চাঁদপুরের হাইমচর উপজেলার মেঘনা নদীতে মা ইলিশ নিধনের অপরাধে আটক ৩ জেলেকে এক বছর করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল এ দণ্ডাদেশ দেন।



শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার গাজীপুর চরের  ফজল ঢালীর ছেলে নাছির ঢালী (৩০), একই এলাকার  রাজ্জাক গাজীর ছেলে হারুন গাজী (২৪) এবং মধ্যচর এলাকার আলাউদ্দীন গাজীকে মা ইলিশ নিধনের সময় হাইমচর থানা পুলিশ ও বাহেরচর তদন্ত পুলিশ কেন্দ্রের উপ-পরিদর্শক (এসআই) হালিম তাদের আটক করে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরোয়ার কামাল বাংলানিউজকে কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগামী ৯ অক্টোবর পর্যন্ত মা ইলিশ রক্ষায় উপজেলা টাস্কফোর্স সক্রিয় থাকবে। মা ইলিশ নিধনের অপরাধে এক বছর থেকে শুরু করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হবে।

বাংলাদেশ সময়: ১৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।