সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে আশরাফ আলী (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় কমপক্ষে ২০ জন আহত হয়েছেন।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার কামালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে, এনায়েতপুর ও শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।
নিহত আশরাফ আলী উপজেলার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের জিন্নাত আলীর ছেলে। আহতদের নাম-পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানায়, শনিবার বিকেলে আইসক্রিম কেনাবেচাকে কেন্দ্র করে এনায়েতপুর থানাধীন খুকনী ইউনিয়নের কামালপুর ও শাহজাদপুর থানার বেলতৈল ইউনিয়নের ঘোড়শাল গ্রামের যুবকদের কথাকাটাকাটি হয়।
এর জের ধরে, রোববার সকালে ওই দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে আশরাফ আলী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল হক ও এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করে জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমজেড/