ঢাকা, মঙ্গলবার, ২৮ মাঘ ১৪৩১, ১১ ফেব্রুয়ারি ২০২৫, ১১ শাবান ১৪৪৬

জাতীয়

বকশীগঞ্জে বিপুল পরিমাণ জিরা ও গোলমরিচসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বকশীগঞ্জে বিপুল পরিমাণ জিরা ও গোলমরিচসহ আটক ১ ছবি: প্রতীকী

জামালপুরঃ জামালপুরের বকশীগঞ্জে একশ’ ৬০ কেজি ভারতীয় জিরা ও চারশ’ কেজি গোলমরচিসহ সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করেছে বকশীগঞ্জ থানা পুলিশ।

রোববার (২৭ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে বকশীগঞ্জ বাসস্ট্যান্ড মোড় থেকে তাকে আটক করা হয়।



আটক সাইদুর রহমান কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার জাওনিয়ারচর গ্রামের মৃত শুক্কর আলীর ছেলে।

বকশীগঞ্জ থানার উপ-পরর্দিশক (এসআই) সফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভারত থেকে চোরাইপথে আনা চারশ’ কেজি গোলমরচি ও একশ’ ৬০ কেজি জিরাসহ একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশ। এ সময় সাইদুর রহমানকে আটক করা হয়।

এ বিষয়ে বকশীগঞ্জ থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা নয়ন দাশ।

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।